জীবন থেকে নেয়া:
#তুমি যদি আজ কাউকে দুঃখ দাও, তুমি সেটা ফিরিয়ে পাবে
#যদি তুমি কাউকে এড়িয়ে চল,
এমন কেউ তোমাকে এড়িয়ে চলবে, যেটা তুমি সয্য করতে পারবে না ।
#আজ যদি কাউকে তোমার জীবন থেকে সরে যেতে বল, এমন এক দিন আসবে তোমার অনেক আপনজন তোমাকে তার জীবন থেকে সরে যেতে বলবে যা তুমি ভুলেও ভাবতে পারবে না ।
#প্রসঙ্গত এসব ঘটনা , নিউটনের তূতীয় সূত্র এর অন্য রকম ব্যাখ্যা ।
#কিন্তু আজ যদি কাউকে ভালবাস, তবে সে তোমাকে ভালবাসবে এটা সহজে হয় না ।
সূত্র এখানেই থেমে যেত ।
থেমেছে কি ?
না , কারন এখনও ভালবাসা টিকে আছে ।
Result