College

                                ঠাকুরগাঁও সরকারি কলেজ

ঠাকুরগাঁও সরকারি কলেজটি উত্তরাঞ্চলের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এটি জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত। এখানে ১৯৬২ সালে উচ্চমাধ্যমিক ও ১৯৬৩ সালে পূর্ণাঙ্গ ডিগ্রী পাস কোর্স চালু হয়। অত্র কলেজে উচ্চমাধ্যমিক মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং ডিগ্রী পাস(বিএ/বিএসএস/বিএসসি ও বিবিএস) কোর্স সহ ১৯৯৭-১৯৯৮শিক্ষাবর্ষে ৪টি (অর্থনীতি, গণিত, হিসাববিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান), ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষে ৬টি (বাংলা, ইংরেজী, ব্যবস্থাপনাইসলামের ইতিহাস, উদ্ভিদবিজ্ঞান এবং প্রাণিবিজ্ঞান), ২০১০-২০১১ শিক্ষাবর্ষে ২টি ( ইতিহাস ও দর্শন) এবং ২০১১-২০১২ শিক্ষাবর্ষে ২টি (পদার্থবিজ্ঞান ও রসায়ন) সহ মোট ১৪টি বিষয়ে অনার্স কোর্স চালু আছে। বর্তমানে কলেজটিতে প্রায় নয় হাজার ছাত্র-ছাত্রী পড়ালেখা করছে। ছাত্র-ছাত্রীদের দৈনন্দিন ক্লাসে উপস্থিতি সন্তোষজনক। মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য গ্রুপের অন্তর্ভূক্ত মোট ১৪ টি বিষয়ে অনার্স ও  ৪টি বিষয়ে(ইংরেজী,বাংলা, অর্থনীতি এবং উদ্ভিদবিজ্ঞান)মাস্টার্স কোর্সে পাঠদান অব্যহত রয়েছে। অত্র কলেজের ছাত্র-ছাত্রীরা প্রতি বছর শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষায় উল্লেখযোগ্য ফলাফল অর্জন করছে।  
 
প্রতি বছরে এই কলেজ থেকে প্রায় ২০ জন মেডিকেল , ২০০ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বুয়েট এ ১০ জন ছাত্রছাত্রী চান্স পায় । বর্তমানে বিভিন্ন বিভাগে এই প্রতিষ্ঠানে ২০০ জন শিক্ষক পাঠদান করছেন। 
Thakurgaon Govt. College
বোটানি বিভাগ

Thakurgaon Govt. College
লাইব্রেরি







Thakurgaon Govt. College
কলেজ মাঠ
Thakurgaon Govt. College
শহীদ মিনার








Message of the Principal:

It's my great pleasure to acknowledge that as per the efforts of our present Government to make the country digital, educational institutions have been instructed by the Ministry of Education to have their websites by 20 April 2010. As an obedience and response to this instruction, Thakurgaon Government College finds this blissful occasion to have the website now. We hope that our students, teachers and employees, our honorable guardians, our authority, and anyone who finds interest in our college, will be able to benefit themselves by knowing about our information more easily and dynamically than ever before. We are always by the side of our students and are committed to do anything possible to ensure the betterment of them. Any suggestion for the welfare of our college from any corner of the earth will be considered and duly appreciated. Thanks.

Professor, Dr. Md. Golam Kibria Mondal
Principal
Thakurgaon Govt. College, Thakurgaon

0 comments:

Post a Comment